ভেস্তে গেল প্রথম দিন, গোটা ব্রিসবেন টেস্টেই বৃষ্টির পূর্বাভাস

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মা। তবে প্রথম দিনে মাত্র ১৩ ওভার খেলা হয়েছে। বৃষ্টিতে ভেসে গেছে পুরো দিন।

শনিবার (১৪ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন দুই অজি ওপেনার উসমান খাজা এবং নাথান ম্যাকসুইনি। দুজনের ব্যাটে ভর করে ১৩ ওভার ২ বল খেলে উইকেট না হারিয়ে ২৮ রান ‍তুলেছে স্বাগতিকরা।

এরপরই ম্যাচে হানা দেয় বেরসিক বৃষ্টি। দীর্ঘ সময় অপেক্ষা করলেও বিজ্রবেনের আকাশ পরিষ্কার না হওয়ায় প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।

প্রথম দিন শেষে ৩৩ বলে ৪ রান করে ম্যাকসুইনি এবং ৪৭ বলে ১৯ রান করে অপরাজিত রয়েছেন খাজা। এখান থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে অজিরা।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সব প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে কঠিন সমীকরণের দাঁড়িয়ে ভারত-অস্ট্রেলিয়া। তাই বর্ডার-গভাস্কার সিরিজের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ দুই দলের জন্য। অজিদের জন্য কিছুটা সহজ হলেও ভারতের কাছে প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ।