জুমবাংলা ডেস্ক : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করায় শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল মারুফ শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় করোনাকালীন সরকারের নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠান খোলা রেখে পাঠদান অব্যাহত রাখার অপরাধে পৌরশহরের কাচারীপাড়াস্থ প্রোসিড একাডেমিক কোচিং, ভিশন ইংলিশ স্কুল ও বামন পাড়াস্থ অক্সফোর্ড স্কুলকে ১০হাজার টাকা করে মোট ৩০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে প্রতিষ্ঠান প্রধানগণ জরিমানা প্রদান করে ছাড়া পান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।