
জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে আখের রস খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। একজনের অবস্থা গুরুতর বলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শুক্রবার বিকালে শহরর নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন রহমত আলী (৩৫), তার মেয়ে ঝুমা (১৪), ভাতিজা সাদ্দাম (১০), সাগর (১২) ও পুষ্প বেগম (৩০)। এদের মধ্য ঝুমাকে ঢাকায় পাঠানো হয়। অপর ৪ জন ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, ঝুমার দূরসম্পর্কের এক নানা আজ শুক্রবার বিকালে বাড়িতে এসে আখের রস সবাইকে খাওয়ায়। রস খাওয়ার কিছুক্ষণ পর তারা বমি করতে থাকে। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
রহমত আলী জানায় আমার চাচাতো শ্বশুর শখ করে বিকালে আখের রস খাওয়ালে এই ঘটনা ঘটে। আখের রসে কিছু ছিল কি-না আমরা জানি না।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা বেগম জানান, আখের রসে নেশা জাতীয় পদার্থ ছিল বলে আমরা ধারণা করছি। তবে পরীক্ষা করার পর বলা যাবে কীভাবে ঘটনা ঘটল। এখন তারা অসুস্থ, তাই এতকিছু জিজ্ঞাসা না করে চিকিৎসা করছি। তিনি বলেন, ৪ জন চিকিৎসায় সুস্থ হবে। একজনের অবস্থা গুরুতর দেখে ঢাকায় পাঠিয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।