
জুমবাংলা ডেস্ক : ভৈরবে মেঘনা নদী থেকে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে উজ্জ্বল(৩২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। তিনি পৌর শহরের চন্ডিবের খা বাড়ির মৃত কাজল মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে ভৈরব ফেরিঘাট এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নিখোঁজ উজ্জ্বল মিয়া পেশায় রিকশাচালক। শখের বশে তিনি মাঝে মধ্যে নদী থেকে বড়শি দিয়ে মাছ ধরেন। প্রতিদিনের মতো শুক্রবারও সকালে চন্ডিবের নিজ বাড়ি থেকে মেঘনা নদী থেকে মাছ ধরার উদ্দেশ্যে বের হন।
বড়শি দিয়ে মাছ ধরার এক পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নদীতে পড়ে যান। তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এসময় প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারে নদীতে তল্লাশি চালানো হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার।
ভৈরব নৌপুলিশ থানার উপ-পরিদর্শক মো. রাসেল মিয়া জানান, নিখোঁজ ব্যক্তির উদ্ধারে নৌ ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় নৌপুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


