জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ জুলাই) সকালে উপজেলার বঙ্গবন্ধু হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মো. গোলাম মোস্তফাকে সভাপতি এবং বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব মো. শফিউল্লাহ তপনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. গোলাম মোস্তাফা। প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা জজ কোর্টের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মো. মাসুদ রানা, ডা. মোখলেসুর রহমান, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. শফিউল্লাহ তপন প্রমুখ।
সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মো. গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. শফিউল্লাহ তপন।
উল্লেখ্য, মো. গোলাম মোস্তফা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন।
বিচারপতি জাহাঙ্গীর আলম নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।