
জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় নতুন করে ৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন সোমবার রাতে পাওয়া যায়। অন্যদিকে, সদর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।
ভৈরব উপজেলায় শুক্রবার সংগৃহীত নমুনার মধ্যে ৯২ জনের নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এর প্রতিবেদন প্রকাশ করা হয় সোমবার রাতে। জেলার অন্য কোনো উপজেলার নমুনা পরীক্ষার প্রতিবেদন প্রকাশিত হয়নি।
সংশ্লিষ্টরা জানায়, রবিবার পর্যন্ত কিশোরগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৬৬৪ জন। সোমবার নতুন করে আরও ৩৮ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে শুক্রবার মোট ২০১ জনের নমুনা সংগৃহীত হয়। তার মধ্যে ভৈরবের ১৩টি ও তাড়াইল উপজেলার ৩৮টি নমুনার ফল এখনও পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।