বিনোদন ডেস্ক : মৌসুমীর এক মুখে দুই কথা শোনা গেল। প্রথমে বললেন তিনি নির্বাচনে কোনো ইশতেহার দেবেন না। অথচ বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের ডেকে ঘোষণা করলেন একাধিক ইশতেহার। এর আগে বলেছিলেন তিনি ইশতেহারে দেবেন অথচ পরে পারবেন না সে কথা রাখতে, তারচেয়ে ইশতেহার না দেওয়াই ভালো।
অথচ আজ তিনি ৮ দফা ইশতেহার ঘোষোণা করলেন যেখানে শিল্পী সমিতি থেকে ওয়েব সিরিজ নির্মাণের মতোও বিষয় উঠে এসেছে। উঠে এসেছে শিল্পীদের দ্বারা কুটির শিল্প গড়ে তোলার বিষয়টিও।
আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের এ দ্বিবার্ষিক নির্বাচন। প্রর্থীরা চূড়ান্ত নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। সমিতির সভাপতি পদে প্রথমবার নারী প্রার্থী হয়ে আলোচনায় আছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী।
গত ১৬ অক্টোবর রাজধানীর এফডিসিতে কয়েকজন গণমাধ্যমকর্মীর মুখোমুখি হন চিত্রনায়িকা মৌসুমী। এসময় তাঁকে প্রশ্ন করা হয় যে আপনার নির্বাচনী ইশতেহারে কী কী রয়েছে।
ইশতেহারের বিষয়টিকে নাকচ করে দিয়ে মৌসুমী বলেন, ‘অনেককিছু চিন্তা করেছি কিন্তু আসলে ওটা নিয়ে আমি এখন ভাবছি না, ইশতেহারটা নিয়ে এখন আমি ভাবছি না। আমি ভাবছি ইলেকশনকে সামনে রেখে প্রতিদিন স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে।
আমি বললাম, এটা সেটা অনেক কিছু ইচ্ছা আমার আছে। কিন্তু ভোট দেয়ার পর সে আশা আমি রাখতে পারলাম না, কথা রাখতে পারলাম না, এই কথাগুলো থাকবে না যখন কথার দামও থাকবে না।’
ইশতেহারকে প্রলোভনের সাথে তুলনা করে মৌসুমী বলেন, ‘ সেটা আমি চাচ্ছি না সহসা কোনো বক্তব্যে প্রকাশ পায়, যেটার প্রলোভন দেখিয়ে আমি ভোট কালেকশন করতে চাচ্ছি না। আসলে আমি আপাতত এটুকুই বলতে চাই আমি তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের কথাগুলো আজ উঠে এসেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।