দেশ পরিচালনার দায়িত্ব দেশপ্রেমিক শক্তির হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মহিলা সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডা. আমেনা বেগম বলেন, যাদের হাতে দেশ নিরাপদ, যাদের হাতে নারী ও সাধারণ মানুষ নিরাপদ থাকবে, সেই দেশপ্রেমিক শক্তিকেই ভোট দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নৈতিক মূল্যবোধ রক্ষায় সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।
একই সমাবেশে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেন, আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের হাতে বন্দি হতে চাই না।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগেই যারা নারীদের ওপর নির্যাতন করছে, ভোটের পর তাদের কাছেও নারীরা নিরাপদ থাকবে না।
নুরুন্নেসা সিদ্দীকা আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যদি কারচুপি ও প্রশাসনিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোটে জালিয়াতি করা হয়, তাহলে পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে। এ সময় তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।
আরও পড়ুনঃ
সমাবেশে নারী অধিকার, ভোটের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ রক্ষায় নারীদের সচেতন ভূমিকা পালন করতে হবে এবং সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


