বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ‘কোমরভাঙা শিক্ষাব্যবস্থা’ সংস্কার, দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠাই তার দলের প্রধান লক্ষ্য হবে। পাশাপাশি আগামী নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করা হলে ‘তার হাত ভেঙে দেওয়া হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা–১৫ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন জামায়াতের এ শীর্ষ নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, “কোনো দুষ্কৃতকারী যদি জামায়াতের নামে চাঁদাবাজি করে, আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। দুর্নীতির বিষয়ে আমরা আপসহীন থাকব— কেউ আমাদের থামাতে পারবে না।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। দলের অভ্যন্তরেও কঠোর জবাবদিহিতা থাকবে। এমনকি কেউ যদি প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকেও দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তারও বিচার হবে।”
বিদেশ নীতি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, “কোনো দেশের আধিপত্য আমরা মেনে নেব না। আমাদের পররাষ্ট্রনীতি হবে সম্পূর্ণ কূটনৈতিক ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ।”
আগামী জাতীয় নির্বাচন নিয়ে সতর্ক করে তিনি বলেন, “তিনবার আমরা ভোট দিতে পারিনি। আগামী নির্বাচনেও যদি কেউ ভোট ডাকাতির চেষ্টা করে, ব্যালট ছিনিয়ে নিতে আসে, তাহলে তার হাত ভেঙে দেওয়া হবে। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।