স্পোর্টস ডেস্ক : কেউ ইউরো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন, কেউ-বা কোপা আমেরিকা। কিন্তু যাঁদের এই টুর্নামেন্টের সঙ্গে সংশ্লেষ নেই, ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সেই তারকারা তো ব্যস্ত মৌসুম শেষে এখন ছুটিতে আছেন। কিন্তু ছুটিতেও যদি দুদন্ড শান্তিতে থাকতে পারেন টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার ইভস বিসুমা!
আইভরি কোস্টে জন্ম নিলেও মালি জাতীয় দলের হয়ে খেলা বিসুমা ছুটি কাটাচ্ছেন ফ্রান্সের কান শহরে। সেখানেই গত রোববার ভোরে তাঁর কাছ থেকে ৩ লাখ পাউন্ড দামের ঘড়ি ছিনিয়ে নিয়ে গেছেন দুবৃত্তরা। বাংলাদেশি মুদ্রায় ঘড়িটার দাম? প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা!
ইএসপিএন জানাচ্ছে, ঘটনাটা ঘটেছে রোববার ভোর চারটায়। কানের এক বিলাসবহুল হোটেলের সামনের রাস্তায় সঙ্গিনীকে নিয়ে হেঁটে হেঁটে হোটেলের দিকে ফিরছিলেন বিসুমা। তখনই হুডি পরা দুজন লোক এসে তাঁদের চোখে পিপার স্প্রে ছিটিয়ে দেয়। এরপর বিসুমার হাতে থাকা ঘড়িটা ছিনিয়ে নিয়ে দেয় দৌড়।
বিবিসি জানিয়েছে, বিসুমার আইনজীবী বাস্তিয়ঁ ক্লেয়ার এতটুকুই জানিয়েছেন। এর বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন তিনি।
Yves Bissouma was attacked with pepper spray by two assailants on Sunday, the player’s lawyer said, confirming media reports.
Bissouma was with his partner outside a hotel in Cannes when the incident occurred. The hooded attackers stole his watch worth €300,000 and fled. pic.twitter.com/opQxy2NcaG
— ESPN Africa (@ESPNAfrica) June 4, 2024
২৭ বছর বয়সী বিসুমা গত মৌসুমে ব্রাইটন থেকে টটেনহ্যামে যোগ দিয়েছেন ২ কোটি ৫০ লাখ পাউন্ডে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ২৮ ম্যাচ খেলেছেন টটেনহ্যামের হয়ে, তবে হাঁটুর চোটের কারণে শেষদিকে খেলতে পারেননি। লিগে পঞ্চম হয়ে আগামী মৌসুমের ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম।
বিসুমার ঘটনায় লন্ডনের ক্লাবটি বিবৃতিতে লিখেছে, ‘আমরা ঘটনাটা সম্পর্কে জেনেছি এবং ইভস ও তাঁর পরিবারের খবরাখবর রাখছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।