জুমবাংলা ডেস্ক : ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তজুমদ্দিন উপজেলার ভূঁইয়া বাড়িতে একদল চোর গরু চুরি করতে যায়। পরে পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামবাসী জড়ো হয়ে চোরের দলের পিছু ধাওয়া করে দুই যুবককে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গণপিটুনির শিকার ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিহতরা হলেন- তজুমদ্দিনের বালিয়া কান্দি গ্রামের বাসিন্দা মো. নয়ন (৩০) এবং বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা আমির হোসেন (২৮)। তারা পেশাদার গরু চোর বলে জানা গেছে।
আয়নাঘর পরিদর্শন শেষে নিজের অভিজ্ঞতার কথা জানালেন উপদেষ্টা মাহফুজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।