জুমবাংলা ডেস্ক : ভোলায় চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও ব্যবসায়ীকে মারধর কারার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। সোমবার (২৬ মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের রাড়ীরহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কয়েকজন লোক এসে রাড়ীরহাট বাজারের ব্যবসায়ী মহিউদ্দিন বিশ্বাসের কাছে টাকা চায়। মহিউদ্দিন টাকা দিতে রাজি না হলে এক পর্যায়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। পরবর্তীতে মহিউদ্দিনকে মারধর করে এবং তার দোকান ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে মহিউদ্দিন আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, স্থানীয় প্রভাবশালী বাবু ও মুন্না তাদের দলবল নিয়ে তার কাছ থেকে দেড় লাখ টাকা চাঁদা চায়। মহিউদ্দিন টাকা দিতে রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর করে চাবি ছিনিয়ে নিয়ে দোকানে থাকা নগদ টাকা, বিকাশের মোবাইল ও মালামাল লুট করে নিয়ে যায়। দোকানের সমস্ত আসবাবপত্র ভেঙে তালা লাগিয়ে দেয়। টাকা না দিলে বাড়িতে হামলা করার হুমকিও দেয়।
আহত মহিউদ্দিনের বাবা হারুন বিশ্বাস বলেন, স্থানীয় প্রভাবশালী বাবু ও মুন্না তাদের দলবল নিয়ে প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় হামলা, লুট, চাঁদাবাজি করে আসছে। তাদের ভয়ে কেউ কোনো কথা বলতে পারছে না। ভোলার বিএনপির নেতৃবৃন্দ তার আত্মীয় এমন পরিচয়ে সবাইকে হুমকিও দেন মুন্না। এমনকি এ হারুন বিশ্বাসসহ তাদের পরিবার খুবই আতঙ্কে রয়েছে। এজন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
অভিযুক্ত মুন্নার সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ঘটনার সত্যতা স্বীকার তিনি বলেন, এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে তিনি সাংবাদিকদেরকে কোনো কিছুই জানাতে আগ্রহী নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।