জুমবাংলা ডেস্ক: ভোলা জেলায় পঞ্চম ধাপে উপজেলা সদরের ১২টি ইউনিয়নে আজ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বুধবার সকাল ৮ টা থেকে ঘন কুয়াশা উপেক্ষা করে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের লাইন দীর্ঘ হচ্ছে। অবাধ,সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

আজকের নির্বাচনে সদরের ১২টি ইউনিয়নে ১৩৯টি কেন্দ্রে ৮২১টি কক্ষে ২ লক্ষ ৯১ হাজার ৮ শত ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ১ লক্ষ ৫১ হাজার ২০৫ জন পুরুষ ও ১ লক্ষ ৪০ হাজার ৬৪৩ নারী ভোটার রয়েছেন। ১২টি ইউনিয়নের মধ্যে শিবপুর, আলী নগর ও ভেদুরিয়া এ ৩টি ইউনিয়নে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৫৩ জন ও সাধারণ সদস্য পদে ৫৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আল মামুন জানান, ১২টি ইউনিয়নে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪ জন জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রতিটি ইউনিয়নে ২ জন করে কেবল রাজাপুর ইউনিয়নে ৩ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। সকাল থেকেই ভোটাররা উৎসব মূখর পরিবেশে ভোটাাধিকার প্রয়োগ করছেন।
ভোলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম জানান, ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৪ প্লাটুন বিজিবি, র্যাবের ৮টি টিম, কোস্টগার্ডের ১৬টি টিমসহ এক হাজার ১০০ জন পুলিশ দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি স্ট্রাইকিং টিম, ৩টি মোবাইল টিম, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, গোয়েন্দা পুলিশ কাজ করছে। এছাড়া র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সস্যরাও নির্বাচনে দায়িত্ব পালন করছেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।