
জুমবাংলা ডেস্ক : ভোলার বোরহানউদ্দিনে একটি বাজারে আগুন লেগে ২০টি দোকান পুড়ে গেছে। এতে ওই বাজারে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয় বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে মেঘনা নদীর উপকূলবর্তী শেল্টার বাজারে এ দুর্ঘটনা ঘটে।
বোরহানউদ্দিনের ফায়ার সার্ভিস কর্মকর্তা খোরশেদ আলম জানান, স্থানীয় বড় মানিকা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেঘনার তীরবর্তী এলাকায় শেল্টার বাজারটি অবস্থিত। মাছ নির্ভর বড় এই বাজারে কামালের হোটেল থেকে আগুনের সূত্রপাত। কামাল তার দোকানের চুলার উপর রাতে লাকড়ি শুকাতে দেয়। এতে প্রথমে লাকড়িতে আগুন ধরে। পরে পার্শ্ববর্তী দোকানের গ্যাস সিলিন্ডারে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনার সংবাদ শুনে রাতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ এনামুল হক ঘটনা স্থান পরিদর্শন করেন। জসিম উদ্দিন হায়দার জানান, আগুনে বাজারে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।