জুমবাংলা ডেস্ক: ভোলা জেলায় আজ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’র আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় জেলা মৎস্য বিভাগের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের উপ-পরিচালক অনিছুর রহমান তালুকদার।
জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী’র সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, প্রকল্প পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্বাস উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ হাজী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন প্রমুখ।
বক্তারা কর্মশালায় ইলিশ সম্পদের গুরুত্ব তুলে ধরে উল্লেখ করেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতেই সরকার এই প্রকল্প চালু করেছে। বিশ্বের প্রায় ৮০ ভাগ ইলিশ মাছ বাংলাদেশে উৎপাদন হয়। জিডিপিতে ইলিশের অবদান ১% এর বেশি। এই কর্মসূচির মাধ্যমে জেলেদের বিকল্প উপায়ে জীবিকা নির্বাহের জন্য সহায়তা প্রদান, বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সুফোলভোগী প্রশিক্ষণ, বৈধ জাল বিতরণ, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন, ইলিশ অভ্রায়শ্রম ব্যবস্থাপনা জোরদারকরণ, সচেতনতামূলক কার্যক্রমসহ বেশ কিছু উদ্যেগ গ্রহণ করা হয়েছে।
সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি সম্ভব। তাই ইলিশ সম্পদ রক্ষায় সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। কর্মশালায় জেলে সমিতির বিভিন্ন সংগঠনের নেত্রিবৃন্দরা ছাড়াও জেলেরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।