জুমবাংলা ডেস্ক: ভোলা জেলার উপজেলা সদরে করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধকল্পে পথ প্রচার কার্যক্রম চালানো হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগ বুধবার রাতে ভেলুমিয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও জনবহুল স্থানে করোনা নিয়ন্ত্রণে সার্বিক কার্যাবলি/চলাচলের বিধি নিষেধ আরোপের উপরে জনসাধরণকে সচেতন করা হয়। এসময় মানুষজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি নিয়মিত মাস্ক ব্যবহারের উপর জোর দেওয়া হয়।
জেলা তথ্য কর্মকর্তা মো: নুরুল আমিন আজ সকালে বাসস’কে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিদিনই প্রচারের মাধ্যমে কাজ করছে তথ্য অফিস। শহরের তুলনায় গ্রামের মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে উদাসীন বেশি। তাই গ্রামগুলোতে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। বার বার প্রচারের ফলে মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসছে বলে মনে করেন তিনি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।