জুমবাংলা ডেস্ক: ভোলা জেলায় কোভিড ১৯ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে মোবাইল কোর্টের মাধ্যমে ৫৩ জনকে ১৭ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে পৃথক পৃথক ৬টি অভিযানে ৪৯ মামলায় এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুৃমি) ও নির্বাহী ম্িযাজস্ট্রেটরা এসব অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বাসস’কে জানান, জরিমানার মধ্যে সদর উপজেলায় ৯ জনকে ২১’শ টাকা, দৌলতখানে ৮ জনকে ২৬’শ, লালমোহনে ৮জনকে ২২’শ, তজুমদ্দিনে ২৩ জনকে ৯ হাজার ও বোরহানউদ্দিনে ৫ জনকে ১৬’শ টাকা জরিমানা করা হয়। এসময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও লকডাউন এর নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।