জুমবাংলা ডেস্ক: ভোলা জেলার উপজেলা সদরের খেয়াঘাট সড়ক থেকে ২০ মণ জাটকা (ছোট ইলিশ) জব্দ করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। সোমবার রাত ৮ টার দিকে দুটি ট্রাকে করে পাচারের সময় এসব জাটকা আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাটকা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাটকা অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।