ভ্যাট বৃদ্ধি করে অসন্তুষ্ট পুরান ঢাকার ব্যবসায়ীরা। তাই তারা সরকারকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার করার জন্য দাবী জানিয়েছে। সরকারের কাছে আহবান রাখার অংশ হিসেবে তারা দোকান বন্ধ রেখে মানববন্ধন করেন। সরকার শিল্প কারখানাতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেখানে ভ্যাট বাড়িয়েছে।
তারপর দেশে কৃষি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্ত্বেও এখানেও ভ্যাট বাড়ানো হয়েছে। বর্তমানে সাড়ে সাত শতাংশ কর দিতে হচ্ছে। অথচ আগে দিতে তো পাঁচ শতাংশ। ব্যবসায়ীরা অতিরিক্ত কর প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছে। তার অসন্তুষ্ট কারণ কোন আলোচনা ব্যতীত জাতীয় রাজস্ব বোর্ড এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এমনিতেই ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতে বৃদ্ধি সামগ্রিক ব্যবসা-বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। অর্থনীতির স্বার্থে বাড়তি ভ্যাট প্রত্যাহার করতে হবে। দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও মানববন্ধনে জানায় পুরান ঢাকার ব্যবসায়ীরা।
ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের সাবেক সভাপতি খন্দকার রুহুল আমিন বলেন, ‘আজকে আমরা দোকান বন্ধ করে রাস্তায় দাঁড়িয়েছি আমাদের ন্যায্য পাওনা, দাবি আদায় করার জন্য। যদি বর্তমান সরকারের বোধগম্য না হয়, তাহলে আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাস্তায় নামতে বাধ্য হবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।