বিনোদন ডেস্ক : সর্বদা যে জুটির উপর রয়েছে সকলের নজর তাঁরা হলেন যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। সদ্য মা- বাবা হয়েছেন তাঁরা। গত বছরের পুরোটাই ছিল তাঁদেরকে ঘিরে নানা বির্তক। তাঁদের সম্পর্ক থেকে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সব নিয়েই সরগরম ছিল টলিপাড়া।
তবে ঈশানের জন্মের পর থেকে তাঁদের সম্পর্কের আড়াল সরে গিয়েছে। তাই এই ভ্যালেন্টাইন্স ডে তে গত বছর প্রেম দিবসে কাটানো কিছু মুহূর্তকে প্রকাশ্যে আনলেন নুসরাত। গত বছর অবশ্য দু’জনের সম্পর্ক নিয়ে ছিল চূড়ান্ত গোপনীয়তা। তাঁদের প্রেম ছিল আড়ালেই, কঠিন সময় পেরিয়ে এখন যেন যশ-নুসরাতের জীবনে বসন্ত ধরা দিয়েছে নতুন করে।
তাই প্রেম দিবসে গত বছর দু’জনের রাজস্থানে ভ্রমণের একটি ভিডিয়ো ভাগ করে নিলেন তাঁদের অনুরাগীদের সঙ্গে। ভিডিয়ো দেখা যাচ্ছে কখনও উটের পিঠে বালিয়ারিতে ক্যামেল সাফারি করছেন, কখনও আবার রেড ওয়াইন হাতে নিঝুম সন্ধ্যার নির্জনতা উপভোগ করছেন কখনও আবার রাজস্থনি লোকনৃত্যে তালে তাল দিচ্ছেন যাদবপুরের তারকা সাংসদ।
নুসরাত তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন , “আমার কোনও তাড়া নেই। তোমায় ধীরে ধীরে বুঝছি। সময় নিচ্ছি। আমাদের আত্মা তো এক জিনিসেই তৈরি, তোমার ও আমার।” যশের প্রতি তাঁর ভালোবাসার কথাই বোঝাতে চয়েছেন অভিনেত্রী।
গত বছর ২৬ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত। সেই সময় কম জলঘোলা হয়নি নুসরাতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে। অবশেষে কলকাতা পুরসভার শংসাপত্রে জানা যায় যশ দাশগুপ্তই নুসরাতের সন্তানের পিতা। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁর ছেলের ধর্ম নিয়ে প্রশ্ন করা হয় বসিরহাটের তারকা সাংসদকে।তাঁকে জিজ্ঞেস করা হয় তাঁর এবং যশের ধর্ম আলাদা।
তিনি মুসলমান, যশ হিন্দু। তাহলে তাঁদের সন্তানের ধর্ম কী হবে? এই প্রশ্নের উত্তরে নুসরাত বলেন “এক জন ভাল মানুষ হিসেবে বড় করে তুলতে চাই ঈশানকে। আমি মুসলিম, যশ হিন্দু, আমাদের সন্তান ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক হবে।”
নুসরাত জানান তাঁর ছেলে দুই ধর্মকেই চিনবে । সদ্য মুক্তি পেয়েছে নুসরাতের ছবি ‘স্বস্তিক সংকেত’। এছাড়াও তিনি শ্যুটিং শেষ করেছেন ‘জয় কালী কলকত্তেয়ালি ছবি’র । অন্যদিকে যশের সঙ্গে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখননি’ ছবিতে স্বামী-স্ত্রী হওয়ার পর বড় পর্দায় প্রথমবার আসবেন যশরত জুটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।