জুমবাংলা ডেস্ক: ভারতীয় উপমহাদেশের ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন ঝালকাঠির কীর্ত্তিপাশা জমিদার বাড়ি। এই বাড়ির নানা ইতিহাস, ঐতিহ্য আর লোককথা আজও ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করছে।
জানা গেছে, অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে বিক্রমপুর পোরাগাছার রাজা রাম সেনগুপ্ত ঝালকাঠির কীর্ত্তিপাশায় আসেন। সেই সময়কার বৃটিশ সরকারের কাছ থেকে তিনি জলাশয় ও বনভূমির তালুক কিনে জমিদার বাড়ি পত্তন করেন।
স্থানীয়দের মতে, ভারতবর্ষের প্রথম স্থায়ী নাট্যমঞ্চ এ জমিদার বাড়িতেই নির্মিত হয়। যা আজও ভগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। বরিশাল অঞ্চলের সর্বশেষ সহমরণের লোমহর্ষক ঘটনাও জমিদার বাড়িতেই ঘটেছিল। স্বামীর সঙ্গে জলন্ত চিতায় আত্মহুতি দেওয়ার সেই সামাধিটি আজও আছে। ইতিহাসের এমন নানা উপাখ্যানের সাক্ষী হয়ে আজও ভগ্নদশায় দাঁড়িয়ে আছে ঘাট বাঁধানো পুকুর, উঁচু উঁচু প্রাচীর ঘেরা নান্দনিক কারুকাজের দালান, নাচ ঘরসহ নানা স্থাপনা।
এ বাড়িটি দেখতে দূর-দূরান্ত থেকে এখানে প্রতিদিন দলবেঁধে ঘুরতে আসেন ভ্রমণ পিপাসুরা। বাড়িটি সংরক্ষণ ও স্মৃতি রক্ষার দাবি স্থানীয় এবং ঘুরতে আসা দর্শনার্থীদের।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম জানান, ইতিহাস আর ঐতিহ্যগত কারণে কীর্ত্তিপাশা জমিদার বাড়ি ঝালকাঠির অন্যতম পর্যটন স্পট। এটি সংস্কার আর সংরক্ষণে চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।