আন্তর্জাতিক ডেস্ক : বোয়িংয়ের সঙ্গে চুক্তি আগেই করে রেখেছিল ভারতীয় বিমানবাহিনী। তারই প্রেক্ষিতে ভারতের বিমান সেনায় যুক্ত হলো মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি ৮টি অ্যাপাচি এএইচই-৬৪ই অ্যাটাক হেলিকপ্টার। এই অত্যাধুনিক হেলিকপ্টারগুলি ভারতের যুদ্ধক্ষেত্রে সক্ষমতা আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।
২০১৫ সালে ভারত এই ধরণের ২২টি হেলিকপ্টার সরবরাহের জন্য বোয়িংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। এই হেলিকপ্টারগুলিকে (Apache) বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত হেলিকপ্টার হিসাবে বিবেচনা করা হয়। পাঠানকোটে এয়ারফোর্স স্টেশনে বায়ুসেনা প্রধান বিএস ধানোয়ার উপস্থিতিতে হেলিকপ্টারগুলি অন্তর্ভুক্ত করা হয় ভারতীয় বিমান বাহিনীতে।
বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম হাতিয়ার রুশ এমআই -৩৫ হেলিকপ্টার; কিন্তু সেগুলির মেয়াদ শেষের পথে। এবার সেখানে জায়গা নিতে চলেছে ওই অ্যাপাচি এএইচই-৬৪ই অ্যাটাক হেলিকপ্টার । অ্যান্টি-আর্মার ক্ষেপণাস্ত্র চালিত হেলিকপ্টারগুলি ট্যাঙ্ক ও লক্ষ্যবস্তুতে নির্ভুল লক্ষ্যে আক্রমণ করতে পারে । এগুলি প্রতিপক্ষের শনাক্তকরণ এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর উন্নত সেন্সর রয়েছে।
ভারতীয় বিমানবাহিনীর হয়ে অ্যাপাচি এএইচই-৬৪ই অ্যাটাক হেলিকপ্টার ২০১৮ সালের জুলাইয়ে প্রথম সফল পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করে। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে অ্যাপাচি উড়ানোর প্রশিক্ষণ নেন বায়ুসেনার প্রথম ব্যাচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।