অর্থনীতি ডেস্ক : গ্যাসের রাইজার থেকে চুলা পর্যন্ত নাইনটি এইট পার্সেন্ট বাসায় লিক রয়েছে, সুইচের গোড়াতেও লিক। এটা ভয়ঙ্কর বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে পেট্রোসেন্টারে আবাসিক পর্যায়ে খোলা বাজারে প্রি-পেইড মিটার ক্রয় ও স্থাপন নীতিমালা শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, যারা প্রি-পেইড মিটার স্থাপন করেছে, তারাই আমাকে বলেছে রাইজার থেকে চুলা পর্যন্ত লিকেজের কথা। এই সমস্যা সমাধানের দায়িত্ব গ্রাহককেই নিতে হবে, তাদেরকে সচেতন হতে হবে। শীতের কারণে অনেক জায়গায় গ্যাসের চাপ কমে যাওয়ার খবর পাচ্ছি।
নসরুল হামিদ বলেন, বিদ্যুতে বিশেষ আইনকে কাজে লাগিয়ে অনেক বেসরকারি কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে। এতে প্রাইভেট সেক্টরে প্রচুর কর্মসংস্থান হয়েছে। বেসরকারি উদ্যোক্তারা দ্রুত বিদেশি বিনিয়োগ এনেছে। জ্বালানি ক্ষেত্রেও তেমন হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।