জুমবাংলা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী দু্ই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৫জনের প্রাণহানির ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
তিনি আজ সকালে এক বিবৃতিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ভবিষ্যতে যাতে আর এরকম দুর্ঘটনা না হয় এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন।
মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তুর্না নীশিতার মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি ট্রেনেরই বেশ কয়েকটি করে বগি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন শতাধিত যাত্রী। দুর্ঘটনার পর সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।