বিনোদন ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী রোহিনী সিং। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সড়ক দুর্ঘটনায় ভেঙে গেছে শরীরের একাধিক হাড়।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে একটি জন্মদিনের পার্টি থেকে ফিরছিলেন রোহিনী ও অভিনেতা জয় জগদীশের কন্যা অর্পিতা। তাদের এক বন্ধু গাড়িটি চালাচ্ছিলেন। হাইওয়েতে আচমকাই নিয়মন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে ধাক্কা মারে। গাড়ির সামনের দিকটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা গাড়ি থেকে তিন জনকে উদ্ধার করেন। বেঙ্গালুরুর মাভাল্লিপুরার কাছে দুর্ঘটনাটি ঘটে।
মারাত্মক আহত অবস্থায় রোহিনী ও অর্পিতাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন দু’জনে বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। ১-২ সপ্তাহের মধ্যেই ছেড়ে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।
পরিচালক রাজেন্দ্র সিংয়ের কন্যা ও অভিনেতা আদিত্যর বোন রোহিনী সিং। ২০১১ সালে ‘কান্তিবীর’ ছবি দিয়ে ফিল্ম জগতে পা রাখেন রোহিনী। অভিনয় করেছেন ‘কাল্লা মাল্লু সুল্লা’, ‘বেঙ্কি বিরুগালি’, ‘কিরীটা’র মত জনপ্রিয় ছবিতে।
সূত্র : নিউজ এইটিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।