পর্ব ০৩: SEO সফলতার ক্ষেত্রে ভয়েস সার্চ ফিচারের গুরুত্ব

ভয়েস সার্চ ফিচারের মোবাইল অপটিমাইজেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ

ভয়েস সার্চ ব্যবহারকারীদের প্রায় অর্ধেক প্রতিদিন স্থানীয় ব্যবসার তথ্য খোঁজেন। ভয়েস সার্চ স্থানীয় নান গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে সক্ষম। এর ফলে ঐ এলাকার স্থানীয় বাসিন্দাদের জন্য এ ফিচার বেশ কার্যকরী হতে পারে। ভয়েস সিস্টেমে এ ধরনের ফিচার যোগ করা সহজ ও বিনামূল্যেই করা যায়।

আপনার তালিকা তৈরি করুন। এরপর সিস্টেম এ সংযুক্ত করে অনুমোদন এর অপেক্ষা করুন। অনুমোদিত হয়ে গেলে আপনার এসইও এর মান আগের থেকে আরও বৃদ্ধি পাবে।

গুগল বিজনেস প্রোফাইলের মাধ্যমে ট্র‍্যাক করতে পারবেন। কাস্টোমার আপনার সাইটের সাথে কেমন খাপ-খাইয়ে নিতে পারছে বা যোগাযোগ আগের থেকে কতটুকু সহজ হলো সেটা বুঝতে পারবেন। মোবাইলের জন্য আপনার সাইটটির অবশ্যই সর্বোচ্চ পর্যায়ের অপ্টিমাইজেশন দরকার হবে। কেননা উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক মোবাইলের মাধ্যমেই সাইটে প্রবেশ করে। এজন্য মোবাইলের জন্য সাইটের অপ্টিমাইজশন ভালো হওয়া গুরুত্বপূর্ণ।

মোবাইলের ক্ষেত্রে সাইটের ডিজাইন রেসপন্সিভ হতে হবে। খুব দ্রুত লোড নিতে হবে। সহজে যেনো পড়া যায় ও বোঝা যায় এ ব্যবস্থা রাখতে হবে। গুগলের ১ম পেজে আপনার সাইটের অবস্থান করাটা জরুরি। কেননা গ্রাহক যখন ভয়েস সিস্টেমের মাধ্যমে সার্চ দিবে তখন তার সামনে বেশকিছু তালিকা তুলে ধরা হবে। তালিকায় আপনার নাম থাকতে হলে আপনাকে গুগলের ১ম পেজে নিজের জায়গা করে নিতে হবে।

SEO সংক্রান্ত কোন জটিলতা থাকলে তা দূর করার চেষ্টা করুন। প্রয়োজনীয় লিঙ্ক সরবরাহ করুন, টেকনিকাল ইস্যু থাকলে তার সমাধান করুন। গ্রাহকদের অভিজ্ঞতা ইতিবাচক নাকি নেতিবাচক সেটা বিস্তারিত জানার চেষ্টা করুন। আপনি কতটুকু সামনে এগুতে পারলেন বা সফলতা লাভ করলেন এ পরসংখ্যান নিজের কাছে রাখবেন।

WEBCEO এর মাধ্যমে ট্র‍্যাকিং এর কাজ সহজে করতে পারবেন। র‍্যাঙ্কিং এর মাধ্যমে কতটুকু সামনে যাতে পারলেন সেটা নিজেই বুঝতে পারবেন। কাস্টোমার যদি ভয়েসের মাধ্যমে আপনার সাইট খুজে পায় ও এতে আপনার ব্যবসার সমৃদ্ধি ঘটে তাহলে আপনি উপকৃত হবেন।

কাস্টোমার প্রশ্ন জিজ্ঞাসা করলে সংক্ষেপে উত্তর দিয়ে দিবেন। বেশি দীর্ঘায়িত করবেন না। ভয়েস সিস্টেম ডাটাবেস আকারে তথ্য সেট করতে পারেন। যদিও এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। ইংরেজিতে এটিকে Schema বলে। গুগল অবশ্য স্কেমাকে গুরুত্ব দেয়।

সোশাল মিডিয়াকেও ভয়েস সিস্টেমের অনুকূলে তৈরি করা হয়েছে। ভয়েসের মাধ্যমেও ফেসবুক ও টুইটারে মানুষের মিথস্ক্রিয়া বৃদ্ধি পাচ্ছে। সাইটে বেশকিছু ভিডিও আপলোড করে রাখা উচিত। গ্রাহকদের প্রশ্নের উত্তর দিতে পারবে এরকম ভিডিও। ভিডিও এর সাথে কয়েক লাইনের পরিচিতি পর্ব থাকলে আরও ভালো। ভিডিওতে সঠিক কীওয়ার্ড যোগ করুন। আর গুগল সহ ভয়েস সিস্টেমে যেনো ভিডিও র‍্যাঙ্কিং করতে পারে সে ব্যবস্থা করুন। ভয়েস সার্চ ফিচার এখন অনলাইন জগতের বাস্তবতা। কাজেই যত দ্রুত মানিয়ে নেওয়া যাবে ততই উত্তম।

পর্ব ০২: SEO সফলতার ক্ষেত্রে ভয়েস সার্চ ফিচারের গুরুত্ব