পর্ব ০১: SEO সফলতার ক্ষেত্রে ভয়েস সার্চ ফিচারের গুরুত্ব

ভয়েস সার্চ ফিচার

মানুষের ক্রমেই ভয়েস সার্চ ফিচারের উপর আস্থা বাড়ছে

গত কয়েক বছর ধরে বলা হচ্ছে ভয়েস সার্চ ফিচার হবে অনলাইন দুনিয়ার ভবিষ্যৎ। ওয়েবসাইট থেকে শুর করে স্মার্ট হোম ডিভাইস সব জায়গায় ভয়েস সার্চ করা যায় এরকম টুল জনপ্রিয়তা পাচ্ছে ও অধিক ব্যবহার হচ্ছে। যারা একবার এই ফিচার উপভোগ করেছে তারা আর বিরক্তিকর টাইপিং সিস্টেম এ ফিরে যেতে ইচ্ছুক নন।

আমেরিকায় এক গবেষণায় দেখা যায় ৭১% কাস্টোমার ভয়েস সার্ভিস ব্যবহারের পক্ষে। তারা টাইপিং সিস্টেম অপছন্দ করেন। আমেরিকার ৬৬ মিলিয়নের অধিক মানুষ স্মার্ট স্পিকার ব্যবহার করে যেখানে ভয়েস ফিচার চালু আছে। ভয়েস সার্চ ফিচারের পরিধি দিন দিন বিস্তৃত হচ্ছে।

সিরি, আলেক্সা ও করটানার মতো জনপ্রিয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন মানুষের নিত্যদিনের সঙ্গী। ৭১ শতাংশ আগ্রহী কাস্টোমারকে টার্গেট অডিয়েন্স হিসেবে ব্যবহার করে আপনি লাভজনক ব্যবসা পরিচালনা করতে পারেন।

ভয়েস সার্চ ফিচারSEO কোম্পানি এখন ভয়েস ফিচার ব্যবহার করে সাইট অপ্টিমাইজেশনে আগ্রহী। ১ম এ আপনাকে জানতে হবে আপনার সাইট ভয়েস ফিচারের জন্য উপযোগী কিনা। গুগলকে ভয়েস এ কমান্ড দিলে আপনার সাইট যেনো কাস্টোমার সহজে পেয়ে যায় এভাবে অপ্টিমাইজ করাটা ভালো। স্

মার্ট ডিভাইসে ভয়েস ফিচারের জন্য উপযুক্ত কীওয়ার্ড খুজে বের করুন। দ্রুত কোন তথ্য খুজে পাওয়ার দরকার হলে স্মার্টফোনের সাহায্য নেওয়া উত্তম। কারণ স্মার্টফোনের ভয়েস সিস্টেম দ্রুত কাজ করে ও মুহূর্তের মধ্যে ফলাফল বের করে দেয়।

গুগল ভয়েস সার্ভিসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এবং স্থান সংক্রান্ত তথ্য দ্রুত পাওয়া যায়। আপনার বাড়িতে স্মার্ট হোম ডিভাইস থাকলে সুবিধা হচ্ছে যেকোন গান শুনতে চাইলে সহজেই কমান্ড দিতে পারবেন। জীবন অনেক সহজ হয়ে যাবে।

গাড়িতে ৫২ শতাংশ আমেরিকান ভয়েস ফিচার ব্যবহার করে। লোকেশন, দোকানের তথ্য অধিকাংশ সময় AI এর কাছে জানতে যাওয়া হয়। ভয়েস ফিচারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বৈচিত্র্য রয়েছে। দিন দিন আরও নতুন নতুন ফিচার নিয়ে আমাদের সামনে আসছে। এ নিয়ে বিস্তর গবেষণাও চলছে।

শাওমি দুর্দান্ত চার দর্জার স্মার্ট রেফ্রিজারেটর নিয়ে এসেছে