জুমবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদ্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের স্মরণে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ডাকা শোকসভা স্থগিত করে দিয়েছে পুলিশ প্রশাসন।
রোববার দুপুর ২টায় কাদের মির্জা নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ অভিযোগ করেন।শনিবার বিকেল ৫টায় বসুরহাট পৌরসভা হলরুমে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্বরণে আয়োজিত স্মরণসভা থেকে কাদের মির্জা রোববার বিকেল ৪টায় বসুরহাট পৌরসভা হলরুমে এ শোকসভা করার ঘোষণা দিয়েছিলেন।
কাদের মির্জা বলেন, কোন রকম কারণ ছাড়াই কোম্পানীগঞ্জ থানার ওসি ব্যারিস্টার মওদুদ আহমেদের স্মরণে ডাকা আজকের শোকসভা স্থগিত করে দিয়েছে। শোকসভা স্থগিত করা হয়েছে এর কোন জবাব দিতে পারেনি ওসি।
এর আগে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র আবদুল কাদের মির্জা বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মওদুদ আহমেদের মৃত্যুতে বসুরহাট পৌরসভায় তিনদিনের শোক ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, সারাদেশের মতো নোয়াখালীতে আবারো বাড়ছে করোনার সংক্রমণ। এ সংক্রমণ প্রতিরোধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধিসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে।
ব্যারিস্টার মওদুদ আহমেদের স্মরণে কাদের মির্জার ডাকা শোকসভায় যাতে গণজমায়েত না হয়, সেই লক্ষ্যে রোববার দুপুর ১টার দিকে কাদের মির্জাকে বলা হয়েছে বসুরহাট পৌরসভার হলরুমে ডাকা শোকসভা স্থগিত করতে।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ।
শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫মিনিটের দিকে পঞ্চম জানাজা শেষে কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে সমায়িত করা হয়। মৃত্যুকালে মওদুদ আহমেদের বয়স হয়েছিল ৮১ বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।