আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন সাবেক আমেরিকান বক্সার মাইক টাইসন ও বিখ্যাত সঙ্গীত প্রযোজক খালিদ মুহাম্মদ (ডিজে খালিদ)। ইহরামের কাপড় পরা অবস্থায় তাদেরকে পবিত্র কাবা ঘরের সামনে নামাজ পড়তে দেখা যায়। শনিবার (১০ ডিসেম্বর) থেকে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়, ফিলিস্তিনি বংশোদ্ভূত ডিজে খালিদ ইনস্টাগ্রামের এক পোস্টে নিজেদের ভিডিও শেয়ার করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাবেক আমেরিকান বক্সার মাইক টাইসন ও তাঁর বাবা। ভিডিওতে তাঁদেরকে পবিত্র কাবা ঘরের সামনে ওমরাহ পালন করতে দেখা যায়। মক্কায় আসার আগে তিনি লিখেন, ‘আমরা মক্কার পথে রয়েছি। আল্লাহ আমাদের কল্যাণ করুন। ’
ওমরাহ পালনের অনুভূতি জানিয়ে ইনস্টাগ্রামের পোস্টে খালিদ লিখেছেন, ‘মক্কায় দ্বিতীয় বারের এসেছি। আমার দুচোখ বেয়ে ঝড়ছে আনন্দের অশ্রু। আমার সারা জীবনেরআশা ছিল, আমি মক্কায় গিয়ে নামাজ পড়ে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদের আশা পূরণ করেছেন। আমি সবার জন্য ভালোবাসা, আনন্দ ও শান্তিপূর্ণ জীবন ও সৌভাগ্যে ভরপুর সুস্থতা ও নিরাপত্তার জন্য নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ মহান। ’
মাইক টাইসন আমেরিকান কৃষ্ণাঙ্গ বক্সার। মাত্র ২০ বছর বয়স চার মাসে বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নশিপ জয় করে সর্বকনিষ্ঠ বক্সার হিসেবে রেকর্ড করেন তিনি। গত শতাব্দির নব্বইয়ের দশকে ইসলাম গ্রহণ করেন। ১৯৯২ সালে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়ে কারারুদ্ধ হন তিনি। ইন্ডিয়ানা কারাগারে থাকা অবস্থায় নিজ জীবন ভাবতে শুরু করেন স্টিল মাইক খ্যাত এই তরুণ। এই সময়ে ইসলাম ধর্ম সম্পর্কে জানার সুযোগ হয় তাঁর। ইসলাম গ্রহণ করে নিজের নতুন নাম রাখেন মালিক আবদুল আজিজ।
এই প্রসঙ্গে টাইসন বলেছেন, ‘কারাগার আমার বিভ্রান্তি দূর করেছে। আমাকে ইসলাম ও এর মানবিক শিক্ষা সম্পর্কে জানার সুযোগ দিয়েছে। এরপর আমি নতুন জীবনের সন্ধান লাভ করি যার স্বাদ ও আনন্দ একদম ভিন্ন রকমের। ইসলাম আমাকে ধৈর্য ধারণের শিক্ষা দিয়ে সহযোগিতা করেছে। জীভনে কঠিন মুহূর্তগুলোতে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার শিক্ষা দিয়েছে। ’
সূত্র : আরব নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



