তেহরান (ইকনা): সৌদি আরবের একজন ঠিকাদার মক্কার আল-মাআলাত কবরস্থানের নিকটে খননকালে বেশ কয়েকটি কুরআনের শিলালিপি আবিষ্কার করে সেগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সোপর্দ করেছেন।
মক্কায় পবিত্র কুরআনের শিলালিপি আবিষ্কার + ছবিতিনি আল-মাআলাত কবরস্থানে নিকটবর্তী স্থানে একটি স্মার্ট পার্কিং প্রকল্পের ঠিকাদার। স্মর্ট পার্কিং-এর কাজ চলাকালীন সময় তিনি কিছু পাথরের উপর পবিত্র কুরআনের আয়াত লেখা দেখতে পান। এসকল পাথরের মধ্যে একটি পাথর আব্বাসীয় শাসনামল অর্থাৎ ৬৫৫ হিজরির অন্তর্গত।
<src=”https://inews.zoombangla.com/wp-content/uploads/2020/06/gfdgd-187.jpg” alt=”” width=”800″ height=”453″ class=”aligncenter size-full wp-image-1461744″ />
আবিষ্কৃত পবিত্র কুরআনের শিলালিপিগুলো এই ঠিকাদার মক্কা নগরীর কর্মকর্তা মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-কওইহাস এবং নগরীর পর্যটন উন্নয়ন কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হিশাম বিন মোহাম্মদ মাদানী’র উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।

যেখানে কুরআন শিলালিপি পাওয়া গেছে সেখানে খনন কাজ চলমান রয়েছে এবং ওই অঞ্চলে যেসব জিনিসপত্র ও নিদর্শন পাওয়া যাবে সেগুলো সৌদি পর্যটন মন্ত্রকের নিকট হস্তান্তর করা হবে।
ছবি ও নিউজ: ইকনা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



