বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা নায়িকা মাহি শোবিজ জগতে বর্তমানে আলোচিত এক নাম। চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্মে চিত্রনায়িকা নায়িকা মাহির ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা আগামীকাল, কাজ করার কথা পুরোদমে। অথচ শারীরিক অসুস্থতার কথা বলে এই ওয়েব ছায়াছবি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। এ বিষয়ে জানতে মাহির ফোনে একাধিকবার ফোন দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ফোন কেটে দিয়েছেন।
গত ১০ তারিখে মাহির অংশ নেওয়ার কথা ছিল বুবুজান ছায়াছবির শুটিংয়ে। রনীর সঙ্গে যোগাযোগই করেননি মাহি। শুটিং ক্যান্সেল করতে হয়েছে রনীকে। গতকাল আগে বুধবার মাহির একাধিকবার বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো মাধ্যমেই তাঁকে পাওয়া যায়নি।
পরে রাতে তিনি চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ফেসবুকে। এর আগে বুধবার দুপুরে চিত্রনায়ক ইমন বলেছিলেন ‘কাগজের বিয়ে’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন তিনি ও মাহি। ১৭ ডিসেম্বর থেকে ঢাকার আশপাশে শুরু হবে এর শুটিং। এর পরিচালক নির্মাতা চয়নিকা চৌধুরী।’
১৭ ডিসেম্বরের একদিন আগে শুটিং ক্যান্সেল করে এ অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, ‘শারীরিক অসুস্থতার কারনে কাগজের বৌ হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে কাগজের বৌ এর জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।
চিত্রনায়িকা নায়িকা মাহি-এর অসুস্থতাকে নেটিজেনরাই উড়িয়ে দিয়েছেন। বলছেন ফেসবুক চালানো গেলে সেই অসুস্থতা কোন পর্যায়ের সেটা বোধগম্য। অনেকেই মাহির এমন স্ট্যাটাসের কারণে মনে করছেন ‘ভালোবাসার রঙ’ খ্যাত এই অভিনেত্রী চলচ্চিত্র ছেড়ে দিয়ে সংসারে মনোযোগী হতে যাচ্ছেন।’
শুধু ইমনের সঙ্গে এই চলচ্চিত্রও নয়। তিনি অন্যান্য নির্মাতাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন না। এর আগেও তিনি শামীম আহমেদ রনীকে ‘ফাঁসিয়েছেন।’
মাহির এমন আচরণে সবাই ধরে নিচ্ছেন চলচ্চিত্র থেকে বিদায় নিতে যাচ্ছেন অভিনেত্রী। একাধিক সূত্র জানাচ্ছে মাহি চলচ্চিত্র থেকে দূরে থাকবেন। অদৌ ফিরবেন কি না, সন্দেহ রয়েছে।
গত ১০ ডিসেম্বর থেকে শামীম আহমেদ রনীর ‘বুবুজান’ ছবির শুটিং করার কথা ছিল মাহির। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে শুটিং পিছিয়েছেন রনী। নির্মাতা বলেন, ‘মাহিকে নিয়ে আমার ছবির গল্প। তাঁকে ছাড়া শুটিং করা কোনোভাবেই সম্ভব নয়। আমি তাঁর মনের অবস্থা বুঝতে পারছি। কিন্তু আমাকে তো প্রযোজকের দিকেও তাকাতে হবে। দ্রুত শুটিং করতে না পারলে অন্য শিল্পীদের শিডিউল মেলাতে পারব না। মাহির সঙ্গে আগেও কাজ করেছি। তিনি পেশাদার। আশা করছি শিগগিরই যোগাযোগ করবেন।’
মাহিকে নিয়ে ‘যাও পাখি বলো তারে’ ও ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি ফেসবুকের মেসেঞ্জারে ১৩ ডিসেম্বর যোগাযোগ করেন। উত্তরে মাহি পরিচালককে জানিয়েছেন, তিনি দেশে ফিরেছেন। তবে কথা বলার জন্য ফোন দিলেও রিসিভ করেননি। মানিক বলেন, ‘এমন কখনো হয়নি। মাহি সব সময় আমার ফোন ধরেছেন। শুটিং নিয়ে আলোচনা করেছেন। আমার শুটিং করতে দেরি হলেও তিনি সহযোগিতা করার চেষ্টা করেছেন। কিন্তু হঠাৎ কেমন যেন অন্য রকম লাগছে তাঁকে।’
মাহিকে চলচ্চিত্রে সুযোগ দিয়েছিলেন শাহীন সুমন। এই পরিচালকের ‘ভালোবাসার রঙ’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর। শাহীনও খুঁজে পাচ্ছেন না মাহিকে। চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন বলেন, “সে আমার ‘মাফিয়া’ ছবিতে অভিনয় করছে। তবে আমি শুটিংয়ের জন্য নয়, তাঁকে সাহস দেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। সে ভিকটিম, এই সময়ে আমরা চলচ্চিত্রকর্মীরা তার পাশে থাকতে চাই। মানসিক সহযোগিতা করতে চাই। কিন্তু কোনোভাবেই তাকে পাচ্ছি না।”
মাহির এমন আচরণে সবাই ধরে নিচ্ছেন চলচ্চিত্র থেকে বিদায় নিতে যাচ্ছেন অভিনেত্রী। একাধিক সূত্র জানাচ্ছে মাহি চলচ্চিত্র থেকে দূরে থাকবেন। অদৌ ফিরবেন কি না, সন্দেহ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।