জুমবাংলা ডেস্ক : রাজধানীর মগবাজার লেভেল ক্রসিংয়ে একটি গাড়ি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। ট্রেন আসার সংকেত জানিয়ে ব্যারিয়ার (গেটবার) দেওয়া সত্ত্বেও প্রাইভেটকারটি ক্রসিংয়ে উঠে যায়।
মুহূর্তের মধ্যেই ছুটে আসা ট্রেন ওই গাড়িকে দুমড়ে-মুচড়ে চলে যায়। ওই সময় সেই গাড়ির পেছনে থাকা আরেকটি মাইক্রোবাসও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু বলতে না পারলেও এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সিগন্যালের কারণে ক্রসিংয়ে আটকে পড়ে কয়েকটি গাড়ি। ট্রেনটি সেগুলোকে দুমড়ে-মুচড়ে চলে যায়। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে বিস্তারিত এখনো জানা যায়নি।
অন্যদিকে, ঢাকার রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, কিছুক্ষণ আগে তাদের কন্ট্রোল রুম থেকে তথ্য পেয়েছেন। তারা বিস্তারিত জানার চেষ্টা করছেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যায় কমলাপুরগামী একটি ট্রেন রেললাইনে আটকে যাওয়া ৩-৪টি গাড়িকে দুমড়ে-মুচড়ে চলে যায়। গাড়িগুলোর মধ্যে একটি হাইয়েস, একটি প্রাইভেটকার, একটি অটো এবং একটি মোটরবাইক ছিল। তবে, দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।