স্পোর্টস ডেস্ক : সিরিজ বাঁচাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ওয়ানডে জিতে ১-০’তে লিড নিয়েছে স্বাগতিকরা। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে দু’দলের ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (২৩ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টায়।
ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং বোলিংয়ে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। এবারে ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের। ক্রাইস্টচার্চের হেগলি ওভালের সীমানা ডানেডিনের চেয়ে কিছুটা বড়।
তবে, উইকেট ব্যাটিং সহায়ক। তাই বাংলাদেশ একাদশে আসতে পারে একটি পরিবর্তন। ব্যাটিং গভীরতা বাড়াতে পেসার হাসান মাহমুদের জায়গায় অলরাউন্ডার সাইফউদ্দিনের খেলার প্রবল সম্ভাবনা রয়েছে।
হেগলি ওভালে সর্বশেষ ম্যাচে স্বাগতিক নিউজল্যান্ড বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছিলো। দু’বছর আগে সে ম্যাচে সেঞ্চুরি হাকিয়েছিলেন মার্টিন গাপ্টিল। দারুণ ফর্মে থাকা কিউইরা চাইবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে। সূত্রে জানা গেছে, উইনিং কম্বিনেশন ভাঙ্গবে না নিউজিল্যান্ড ক্রিকেট দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।