বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মঙ্গলগ্রহে মানুষের বসতি গড়তে চান স্পেসএক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন মঙ্গলগ্রহে জন্ম নিলে মানুষের পৃথিবীর মতো ‘স্বাভাবিক’ জীবনযাপন নাও হতে পারে।
আগামী ২০ বছরের মধ্যে মঙ্গলে বসতি গড়ার পরিকল্পনা ইলন মাস্কের। তবে সেখানকার বৈরি জলবায়ু মানুষের জন্য হুমকি হতে পারে।
বিজ্ঞানীরা বলছেন, লালগ্রহে জন্ম নেওয়া মানুষের চামড়ার রং সবুজ হয়ে যেতে পারে। এ ছাড়া তারা শারীরিকভাবে অনেক দুর্বলও হয়ে পড়বে। তাই সেখানে বসতি তৈরির আগে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছেন তারা।
টেক্সাসের রাইস ইউনিভার্সিটির জীববিজ্ঞানী ড. স্কট সলোমোন বলেন, মঙ্গলে জন্ম নেওয়া শিশুদের শরীরে অনেক পরিবর্তন হতে পারে। তাদের পেশী দুর্বল হতে পারে, দৃষ্টিশক্তি কম ও হাঁড় দুর্বল হতে পারে। এমনকি চামড়ার রংও সবুজ হয়ে যেতে পারে।
মঙ্গলগ্রহ পৃথিবীর চেয়ে ৩০ শতাংশ ছোট। সেখানকার মধ্যাকর্ষণ শক্তিও কম। এতে করে মানুষকে বৈরি পরিস্থিতির মুখোমুখি হতে পারে। সেখানকার তেজস্ক্রিয়তাও পৃথিবীর চেয়ে অনেক বেশি।তাই চামড়ার রং পরিবর্তন হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।