মঙ্গল গ্রহের মাটি পৃথিবীতে এনে শাক-সবজি ফলাচ্ছে নাসা

mars-1910180317বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : মার্কিন মহাকাশ গহবেষণা কেন্দ্র নাসার গবেষকরা সম্প্রতি জানিয়েছেন, মঙ্গল গ্রহ থেকে আনা মাটির বাগানে শাক সবজি, চাষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে ১০টি শস্যের মধ্যে নয়টি শস্যের ফলন ভালো হয়েছে।

মঙ্গলের মাটি চাষাবাদের জন্য যথেষ্ট উপযোগী বলেও উল্লেখ করেন তারা। পৃথিবীতে ফসল উৎপাদন না হলে, ভবিষ্যতে মঙ্গল গ্রহে উৎপন্ন ফসল পৃথিবীতে এনে প্রয়োজন মেটানো হবে। আর সেই লক্ষ্যে গবেষণা করা হচ্ছে বলে জানান, নেদারল্যান্ডের ওয়াজেনিঙ্গেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চের গবেষকরা।

এই মাটিতে প্রথমে টমোটো চাষ করা হয়, দেখা যায় ফলন ভালো হয়েছে। বেশি জায়গায় চাষাবাদের পরিকল্পনা নিয়ে এখনও গবেষণা চলছে।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *