মঞ্চ সাজিয়ে, গাড়ি নিয়ে হিরো আলমের অপেক্ষায় সেই শিক্ষক

হিরো

মঞ্চ সাজিয়ে, গাড়ি নিয়ে হিরো আলমের অপেক্ষায় সেই শিক্ষক

বিনোদন ডেস্ক: হিরো আলমকে গাড়ি উপহারের ঘোষণা দিয়ে আলোচনায় হবিগঞ্জের এক শিক্ষক। সেই গাড়ি নিতে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন হিরো আলম। তাকে অভ্যর্থনা ও ঘোষণা দেয়া উপহারের গাড়িটি নিয়ে অপেক্ষায় আছেন সেই শিক্ষক।

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। সেই ঘটনায় আবেগতাড়িত হয়ে তাকে গাড়ি উপহার দেয়ার ঘোষণা দেন হবিগঞ্জের চুনারুঘাটের এম. মখলিছুর রহমান নামের একজন মাদরাসা শিক্ষক। গাড়িটি হিরো আলমের হাতে তুলে দিতে তিনি আয়োজন করেছেন জাঁকজমক এক অনুষ্ঠানের।
হিরো
‘প্রিন্সিপাল এম. মখলিছুর রহমান কর্তৃক হিরো আলমকে নোহা গাড়ি উপহার অনুষ্ঠান-২০২৩’ শিরোনামে ব্যানার টাঙিয়েছেন ওই শিক্ষক। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে এমনটাই দেখা গেছে। শুধু তাই নয়, হিরো আলমের জন্য তৈরি হয়েছে মঞ্চ, আছে মাইক, দর্শকের জন্য রয়েছে সারি সারি চেয়ার।

মঙ্গলবার সকালে নিজের পেইজ থেকে ওই শিক্ষক একটি লাইভ ভিডিও শেয়ার করেন। যেখানে হিরো আলমকে স্বাগত জানাতে সব রকমের ব্যবস্থা আয়োজনের কথা বলেন। সেই সঙ্গে হিরো আলমের প্রতি ভালোবাসার কথাও জানান মখলিছুর।

অপু বিশ্বাস কলকাতায়, ছেলেকে নিয়ে শাকিবের অফিসে বুবলী!