জুমবাংলা ডেস্ক : রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমের সহযোগী সমীর দেওয়ানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছ মেঘনাকে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সুন্দরী মেয়েদের দিয়ে সৌদি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলা ও চাঁদা দাবির প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। এ ঘটনার মূল হোতা মেঘনা ও তার সাবেক প্রেমিক সমির।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে তাদের দুজনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশি প্রভাবশালী ব্যক্তিতে ফাঁদে ফেলতে বিভিন্ন ট্রাবেল এজেন্সি, অল্প বয়সী মেয়েদের ব্যবহারের তথ্যও উঠে এসেছে মেঘনার নামে। যদিও মেঘনা আলম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।