জুমবাংলা ডেস্ক : সৌদি আরবে মদের উপর ৭৩ বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে সোমবার দেশটির এক সরকারি কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন। সম্প্রতি কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
গত সপ্তাহে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে সৌদি আরব পর্যটকদের জন্য নির্দিষ্ট কিছু এলাকায় মদ বিক্রির অনুমতি দিতে পারে। একটি ওয়াইন ব্লগে প্রকাশিত প্রতিবেদন থেকেই এই দাবির সূত্রপাত হয়। তবে সেই প্রতিবেদনে কোনো নির্ভরযোগ্য সূত্রের উল্লেখ ছিল না।
সৌদি আরব, যা একসময় অত্যন্ত রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত ছিল, সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন ও আন্তর্জাতিক ব্যবসা আকৃষ্ট করতে কিছু বিধিনিষেধ শিথিল করেছে। দেশটি বর্তমানে একটি বৃহৎ অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে তেল-নির্ভরতা কমিয়ে বহুমুখী অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছে। যদিও মদ এখনও সম্পূর্ণ নিষিদ্ধ।
উপদেষ্টাদের হুঁশিয়ারি অকার্যকর, রাস্তায় ঝুঁকিপূর্ণ গাড়ি চলছেই
এদিকে, সৌদি নাগরিক এবং বিদেশিরা এখন অনেক কার্যকলাপে অংশ নিতে পারছেন, যা একসময় দেশটিতে অকল্পনীয় ছিল। এর মধ্যে রয়েছে মরুভূমিতে পার্টি, ফ্যাশন শোতে অংশগ্রহণ বা সিনেমা হলে চলচ্চিত্র দেখা— যা আগে সম্ভব ছিল না। সূত্র : রয়টার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।