আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে এখন ‘এক মিনিট’ বিশুদ্ধ বাতাস বিক্রি হচ্ছে ২০ রুপিতে। আর এ বাতাস বিক্রি হচ্ছে বারে। মানুষজন আগে যেখানে মদ খেতে যেত, এখন সেখানে যাচ্ছে প্রাণ ভরে শ্বাস নিতে। এসব বারের নাম দেওয়া হয়েছে ‘অক্সি বার’। খবর ‘মিরর নাও নিউজ’।
এই বারগুলোতে ১৫ মিনিট বিশুদ্ধ বাতাসের দাম ২৯৯ রুপি। আর ১২ হাজার রুপি খরচ করতে হচ্ছে প্রতি ঘণ্টায়। দিল্লির সাকেত এলাকায় গত সপ্তাহ থেকেই বেশ রমরমা হয়ে উঠেছে এ অক্সিজেন ব্যবসা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঘন ধোঁয়ার আস্তরণে ঢাকা পড়েছিল দিল্লি। পরিস্থিতি বদলায়নি শুক্রবারও (১৫ নভেম্বর)। শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকেও দিল্লির আকাশ ঢেকে আছে ঘন ধোঁয়াশায়। দিল্লির বাতাসে ধূলিকণার পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে, প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছে শত শত দিল্লিবাসী।
আর সেই দূষণের হাত থেকে বাঁচতেই সকাল-সন্ধ্যা ‘অক্সি বার’-এ ছুটে যাচ্ছে দিল্লির লোকজন। কারণ একটাই, প্রাণ ভরে শ্বাস নেওয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।