মধুচন্দ্রিমায় গিয়ে যে কাণ্ড ঘটালেন আমিরের জামাই

বিনোদন ডেস্ক : ৩ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে সম্পন্ন হয়েছে আমির খানের কন্যা আইরা খানের বিয়ে। বাবার শরীরচর্চার প্রশিক্ষক নূপুর শিখরের সঙ্গে সংসার পেতেছেন আইরা। প্রায় দু’সপ্তাহ ধরে ম্যারাথন বিয়ে হয় তাঁদের। আইনি বিয়ে, উদয়পুরের ‘হোয়াইট ওয়েডিং’, শেষে মুম্বইতে রিসেপশন। কোনও অনুষ্ঠান বাদ দেননি তাঁরা। আইরা-নূপুরের বিয়ে আর পাঁচটা বিয়ের থেকে বেশ খানিকটা আলাদা। কারণ, প্রায় সকলেই শরীরচর্চায় পারদর্শী। তাই তার ঝলক দেখা যায় তাঁদের বিয়েতে। মুম্বইতে আইনি বিয়ের দিন শরীরচর্চার পোশাকে প্রায় আট কিলোমিটার দৌড়ে আমির-কন্যাকে বিয়ে করতে যান নূপুর। তবে বিয়ের পর্ব মিটিয়ে যুগলে পাড়ি দেন মধুচন্দ্রিমায়। বিয়েতে অভিনবত্বের ছোঁয়া ছিলই, মধুচন্দ্রিমায় বজায় রাখলেন সেই ধারা।

নূপুর-আইরা দু’জনের সমুদ্র পছন্দ সে কারণেই মধুচন্দ্রিমার জন্য বালির সমুদ্র সৈকত বেছে নেন। ইন্দোনেশিয়া যাওয়ার পথে বিমানের ভিতর থেকে ছবি দেন তাঁরা। সাজগোজ খুবই সাদামাঠা, সাধারণ পোশাক দু’জনের পরনে। স্বামী নূপুরের সঙ্গে একটি নিজস্বী তুলে আইরা লিখেছিলেন, ‘‘বিমানবন্দরে ইমিগ্রেশনের লাইনে একসঙ্গে।’’ তবে বালি থেকে খালি হাতে ফেরেননি তাঁরা। স্মৃতিচিহ্ন নিয়ে ফিরলেন আইরা-নূপুর। বালিতে গিয়ে দু’জনেই কচ্ছপের উল্কি করান তাঁদের শরীরে। সেই ছবি নিজের সমাজমাধ্যমে পোস্ট করে আইরা লেখেন, ‘‘আমি সারা দিন দেখছি ওদের, এক টুকরো দীপ সঙ্গে নিয়ে ফিরেছি।’’