মধুচন্দ্রিমায় যেয়ে রোমান্সে মাতলেন নয়নতারা

নয়নতারা

বিনোদন ডেস্ক : কয়েক দিন আগে ঘটা করে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবান। মধুচন্দ্রিমার জন্য এ নব দম্পতি বেছে নিয়েছেন থাইল্যান্ড। এর মধ্যে স্ত্রীকে নিয়ে সেখানে উড়ে গেছেন বিগনেশ। সেখান থেকে তোলা বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন তিনি।

নয়নতারা

একটি ছবিতে দেখা যায়, কোনো রিসোর্টে চেয়ারে বসে আছেন নয়নতারা। তার পরনে হলুদ রঙের পোশাক। সূর্যের স্নিগ্ধ আলো এসে খেলা করছে তাদের চোখে-মুখে। আর দৃষ্টি বিনিময় করছেন তারা। আরো বেশ কটি ছবিতে রোমান্টিক মুডে ফ্রেমবন্দি হয়েছেন এই যুগল। ক্যাপশনে বিগনেশ লিখেছেন—‘স্ত্রীর সঙ্গে থাইল্যান্ডে।’ প্রিয় জুটিকে এভাবে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন ভক্তরাও।

গত ৯ জুন সকালে তামিল নাড়ুর মহবালিপুরামের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন নয়নতারা-বিগেনেশ। মনিকার ডিজাইন করা পোশাকে বর-কনে সাজেন তারা। শোবিজ অঙ্গনের অনেক তারকাই বিয়েতে যোগ দিয়েছিলেন।

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। তারপর চুটিয়ে প্রেম করেন দীর্ঘ ৭ বছর।

কাজল ছাড়াও অজয়ের সাথে এই ৫ অভিনেত্রীর সম্পর্ক ছিল

বর্তমানে নয়নতারা ও বিগনেশ শিবান দু’জনের হাতেই সিনেমার কাজ রয়েছে। নয়নতারার পরবর্তী সিনেমা ‘আনাত্তে’। এছাড়া মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। অন্যদিকে, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা করছেন বিগনেশ শিবান।