বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Samsung Galaxy M34 5G ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন পেয়েছে। সেখান থেকেই ইঙ্গিত মিলেছিল ফোনটি ভারতে খুব শীঘ্রই লঞ্চ করবে। টিপস্টার যোগেশ ব্রারও দাবি করেছেন, ডিভাইসটি ভারতে জলদি লঞ্চ করবে এবং তার দাম হবে 20,000 টাকার প্রাইস ক্যাটেগরিতে।
Samsung Galaxy M34 5G খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। ভারতে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই ফোনটি হাজির হয়েছে। প্ল্যাটফর্মে মডেল নম্বর সহযোগে Galaxy M সিরিজ়ের এই নতুন ফোনের লিস্টিং লাইভ হয়ে গিয়েছে। তবে, সেখানে এই Samsung ফোনের ফিচার্স ও স্পেসিফিকেশনস সংক্রান্ত কোনও তথ্য সম্পর্কে জানানো হয়নি। যদিও, বিগত কিছু দিন ধরে দেশে একাধিক সার্টিফিকেশন পাওয়ার ফলে ফোনটির ফিচার সংক্রান্ত অনেক তথ্যই ফাঁস হয়েছে।
খুব সম্প্রতি Samsung Galaxy M34 5G ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন পেয়েছে। সেখান থেকেই ইঙ্গিত মিলেছিল ফোনটি ভারতে খুব শীঘ্রই লঞ্চ করবে। টিপস্টার যোগেশ ব্রারও দাবি করেছেন, ডিভাইসটি ভারতে জলদি লঞ্চ করবে এবং তার দাম হবে 20,000 টাকার প্রাইস ক্যাটেগরিতে। এই তথ্যের যথেষ্ট বিশ্বাসযোগ্যতা রয়েছে। তার কারণ, Galaxy M সিরিজ়ের অন্যান্য ফোনগুলিও এই দামেই লঞ্চ করা হয়েছিল এর আগে।
এর আগে ভারতে যখন Samsung Galaxy M33 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল, তখন তার 6GB + 128GB স্টোরেজ মডেলের দাম ছিল 15,999 টাকা। এই হ্যান্ডসেটের পরবর্তী প্রজন্ম অর্থাৎ Galaxy M34-এর দামও তার কাছাকাছিই হতে পারে। পাশাপাশি ফিচার ও স্পেসিফিকেশনেও Galaxy M34 5G তার আগের মডেলের থেকে সামান্য কিছু আপগ্রেডেশন পেতে পারে।
সেই দিক থেকে দেখতে গেলে আসন্ন ফোনটিতে থাকতে পারে বিরাট বড় ডিসপ্লে এবং ব্যাটারি। Galaxy M33 ফোনে রয়েছে 6.6 ইঞ্চির FHD+ স্ক্রিন এবং একটি 6,000mAh ব্যাটারি। এর থেকে বড় ডিসপ্লে ও ব্যাটারি থাকবে নতুন মডেলে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে সংস্থার নিজস্ব Exynos প্রসেসরের সাহায্যে। মনে করা হচ্ছে, ফোনটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফোনের ব্যাক প্যানেল ডিজ়াইন সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য না জানা গেলেও সামনে একটি ওয়াটার ড্রপ স্টাইল নচ বা পাঞ্চ হোল কাটআউট থাকতে পারে বলেই জানা গিয়েছে। ওই টিপস্টার জানিয়েছেন, Samsung Galaxy M34 5G ফোনটি ভারতে লঞ্চ হতে পারে জুলাই মাস নাগাদ। তবে, সংস্থার তরফ থেকে ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।