Advertisement
মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কক্সবাজার জেলার টেকনাফ শহরে অনুভূত হয়েছে কম ঝাঁকুনি। বৃহস্পতিবার রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি ঘটে।
ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে ভূমিকম্পের ঝাঁকুনি খুবই কম হওয়ায় অধিকাংশ মানুষ এটি টের পাননি।
যদিও ভলকানো ডিসকভারি ভূমিকম্পের উৎপত্তির গভীরতার তথ্য জানায়নি, ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, এটি মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।
এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং স্থানীয় জনগণ সতর্ক অবস্থায় রয়েছেন। ভূমিকম্পটি কোনো বড় বিপর্যয় সৃষ্টি করেনি, তবে বিজ্ঞানীরা এ ধরনের সামুদ্রিক কম্পন নিয়ে সাধারণ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



