মধ্যরাতে যে কারণে অঝোরে কাঁদলেন মিথিলা (ভিডিও)

বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনয় করে যাচ্ছেন নিয়মিত। তার এই অভিনয় এখন ছড়িয়ে গেছে কলকাতাতেও। বর্তমানে তিনি ‘মন্টু পাইলট’ নামের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে কলকাতায় রয়েছেন।

সোমবার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনও তিনি যখন শুটিংয়ে ব্যস্ত। ঠিক তখনই কলকাতার শুটিং ইউনিটের মানুষজন মহান একুশে ফেব্রুয়ারির ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি বাজিয়ে স্মরণ করেন ভাষা শহীদদের।

ভিন্ন এক জায়গায় শুটিং শেষ করে হঠাৎ এমন কাণ্ডে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। আবেগপ্রবণ মিথিলা শেষমেশ অঝোরে কান্না শুরু করেন। এ সময় তাকে বুকে টেনে নেন অন্য সহকর্মীরা। সবাই তাকে মাথায় হাত রেখে সান্ত্বনা দেন।

মিথিলার এমন কান্নার ভিডিওটি ধারণ করেছেন ওয়েব সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করা সৌরভ। তিনি সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন। ক্যাপশনে লেখেন, ‘সারারাত শুটিং শেষে ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর। মন্টু পাইলটের টিমের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।’

দুবাইতে আছে স্ত্রী ও ১৭ বছরের সন্তান, যা বললেন সালমান খান

দেবালয় ভট্টাচার্য নির্মিত ‘মন্টু পাইলট’ সিরিজে মিথিলার বিপরীতে অভিনয় করছেন সৌরভ দাস। গত ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাটের বিভিন্ন মনোরম পরিবেশে শুরু হয়েছে সিরিজটির শুটিং। এর আগে প্রথম সিজনেই বেশ জনপ্রিয়তা পায় এ সিরিজটি। এখন চলছে সিরিজটির দ্বিতীয় সিজন। এতে বাংলাদেশ খেকে অভিনয় করছেন মিথিলা। শুটিং শেষ হলে খুব শিগগিরই মুক্তি পাবে এ সিরিজটি।