আন্তর্জাতিক ডেস্ক: ঢাকাগামী ‘ফ্লাইদুবাই’ এয়ারলাইন্সের একটি বিমানে হার্ট অ্যাটাকে এক বাংলাদেশি যাত্রী মারা গেছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) জরুরিভিত্তিতে ‘এফজেড-৫২৩’ ফ্লাইটটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করা হয়েছিল। খবর খালিজ টাইমসের।
এ ঘটনায় এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, ফ্লাইদুবাইয়ের পক্ষ থেকে মৃতের পরিবারের প্রতি গভীর শোক জানানো হয়েছে।
পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, ফ্লাইদুবাইয়ে এক বাংলাদেশি যাত্রী হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। শনিবার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ফ্লাইদুবাইয়ের মুখপাত্র বলেন, ‘ফ্লাইটের একটি দল প্রয়োজনীয় সহায়তা করছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।
এর আগে চলতি মাসের শুরুর দিকে সিডনি থেকে দুবাই যাওয়ার পথে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মেডিকেল ইমার্জেন্সি তৈরি হয়েছিল। পরে ওই ফ্লাইটটি অস্ট্রেলিয়ার পার্থ বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। অন্য একটি ঘটনায়, মিড এয়ার মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়ায় একই এয়ারলাইন্সের ব্রাসেলগামী একটি ফ্লাইট ইরাকের ইরবিলে অবতরণ করানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।