মধ্য ইরানের ইসফাহান প্রদেশে শুক্রবার রাতের দিকে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কম্পন রাজধানী তেহরান ও পবিত্র শহর কোম পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
প্রাথমিকভাবে কিছু অনানুষ্ঠানিক সূত্রে বলা হয়েছিল, ভূমিকম্পের কেন্দ্রস্থল তেহরান প্রদেশের ফাশাম এলাকা। তবে পরবর্তীতে সরকারি সূত্র নিশ্চিত করেছে, প্রকৃত কেন্দ্রস্থল ছিল ইসফাহান প্রদেশের জাওয়ারেহ শহর। কেন্দ্রস্থলের বিভ্রান্তি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
মেহের নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরান প্রদেশের দামাওয়ান্দ, আবসার্দ, কিলান, ভারামিন ও ফাশামসহ একাধিক এলাকায় ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে। ইসফাহানের উত্তরাঞ্চল ঘেঁষা তেহরান ও কোম শহরের বিভিন্ন অংশেও কম্পনের প্রভাব পড়েছে।
হঠাৎ কম্পনের কারণে অনেক মানুষ বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন এবং সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়। কর্তৃপক্ষ এই মুহূর্তে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানায়নি।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।