সিল্ক রোডের কথা বললে এশিয়ার ঐতিহ্যের কথা মনে পড়ে যায়। এশিয়ার রয়েছে গর্ব করার মতো ঐতিহ্য এবং সুদীর্ঘ ইতিহাস। এশিয়ার শহর যেমন বেশ ব্যস্তময় এবং একই সাথে পেয়ে যাবেন জনমানবহীন তৃণভূমি। সিল্ক রোডের সোনালী যুগে মধ্য এশিয়ার গুরুত্ব ছিল অন্যরকম।
ওই সময় সারা বিশ্বে সিল্ক রোডের জন্য মধ্য এশিয়ার বাজারের ভালো গুরুত্ব ছিল। ওই সময় বিদেশ থেকে যেসব ব্যবসায় আসতো তাদের কাছে চমৎকার পন্য বিক্রি করা হতো। তখনকার সময় এশিয়ার মসলা এবং জামাকাপড়ের গুরুত্ব ছিল ব্যাপক।
উদাহরণ হিসেবে উজবেকিস্তানের বুখারা শহর এবং তাজিকিস্তানের ওশ শহরের কথা বলা যেতে পারে। আপনি যদি পৃথিবীর ছাদে পা রাখতে চান তাহলে তুষার ঢাকা পামির পর্বতমালার চূড়া পর্যন্ত পৌঁছাতে হবে। আর এটি অবস্থিত ঐতিহ্যবাহী এশিয়াতে।
তাজিকিস্তানের বিপদসঙ্কুল ও দুর্গম রাস্তা পাড়ি দিয়ে ওই চূড়া পর্যন্ত পৌঁছাতে হবে। এশিয়ার জাতিসত্তা বৈচিত্র্যময় । বিদেশীদের আপ্যায়নে তারা কোন কমতি রাখবে না।
মধ্য এশিয়ার অনেক গ্রামে আপনি ইয়ার্ট নামে গোলাকার ঘর দেখতে পারবেন। এসব ঘর গরমে ঠান্ডা থাকে এবং শীতকালে গরম থাকে। সেখানকার তাপমাত্রা এবং জলবায়ুর কথা বিবেচনা করলে এসব ঘর বেশ আরামদায়ক।
মধ্য এশিয়ায় ইসলাম ধর্মের গুরুত্ব অনেক বেশি। পশ্চিমা জীবন যাপনের পুরো ধাঁচ এখানে এসে এখনো পৌঁছায়নি। এখনো পর্যন্ত তারা সাংস্কৃতিক বিশুদ্ধতা ধরে রাখতে পেরেছে। নিজেদের ঐতিহ্যের পুরোটাই তারা লালন করছে।
দীর্ঘদিন মধ্য এশিয়া এই রুটের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্যের মাঝে সংযোগ সেতু হিসেবে কাজ করেছে। এই রুট ধরে বিনিময় হয়েছে বিভিন্ন সংস্কৃতি, ধর্ম, জীবনদর্শন। মধ্য এশিয়া সবসময়ই ছিল শিল্প-সংস্কৃতি ও জ্ঞান-বিজ্ঞানের উর্বরভূমি।
মধ্য এশিয়ার স্থাপত্য শৈলী আপনাকে মুগ্ধ করবে। উজবেকিস্তানের বুখারা, সমরকন্দ, খিভা মধ্য এশিয়ার সবচেয়ে বিখ্যাত পুরনো শহর। সিল্ক রোড খ্যাত বিখ্যাত মধ্য এশিয়ার বিভিন্ন জায়গা ঘুরে দেখার পর আপনার এখানে পুনরায় ফিরে আসতে ইচ্ছা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।