স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের করা ৩১৯ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান সফল তাড়ার কীর্তি গড়েছে। দলের জয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন নাজমুল শান্ত।
ম্যাচ শেষে অধিনায়ক তামিম ও টপ অর্ডার ব্যাটার শান্ত সম্প্রচার মাধ্যমের মুখোমুখি হয়ে চেমসফোর্ডের বাংলাদেশকে সমর্থন দেওয়া দর্শকদের ধন্যবাদ দিয়েছেন।
অধিনায়ক তামিম বলেন, ‘ইংল্যান্ডের যেখানেই খেলি না কেন সমর্থনটা অবিশ্বাস্য। ২০১৭ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের কথা মনে আছে, আমাদের সমর্থকরা স্বাগতিক ইংল্যান্ডের দর্শকদের পাত্তা দেয়নি। তাদের উৎসাহ বড় ভূমিকা রেখে আসছে।’
ম্যাচ জয় নিয়ে তামিম বলেন, ‘মাঠের দৈর্ঘ্য-প্রস্ত আজ কিছুটা ভালো ছিল। নাজমুল শান্ত ও তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে খুব খুবই খুশি। হৃদয় যেভাবে ব্যাট করছে তাতে আমি সত্যিই আনন্দিত। শুধু এখানে নয় দেশেও সে ভালো করেছে। অনেক দূরে যাওয়ার বাকি তার।’
ম্যাচ সেরা হওয়া শান্ত বলেছেন, ‘আমার প্রথম ওয়ানডে সেঞ্চুরি, সেজন্য আমি খুব আনন্দিত। আমার মনে হয় হৃদয় খুব ভালো ব্যাটিং করেছে, যেভাবে সে ব্যাট করেছে আমার জন্য কাজটা সহজ হয়ে গিয়েছিল।’
দর্শক নিয়ে শান্ত বলেন, ‘মনেই হয়নি বাংলাদেশের বাহিরে খেলছি। দেশে খেলার মতো অনুভূতি হয়েছে। দর্শকদের ধন্যবাদ, আশা করছি সামনেও তারা আমাদের এভাবে সমর্থন দিয়ে যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।