‘মনে মনে ভাবি কতো’ নিয়ে ঈর্ষা পাপড়ি

বিনোদন ডেস্ক: এ প্রজন্মের কণ্ঠশিল্পী ঈর্ষা পাপড়ি। এরই মধ্যে ফোক ও আধুনিক ঘরানার গান গেয়ে শ্রোতাপ্রিয়তা লাভ করেছেন তিনি। সম্প্রতি তার ‘মনে মনে ভাবি কতো’ শিরোনামের নতুন গান প্রকাশ পেয়েছে।

‘মনে মনে ভাবি কতো’ গানটি ফকির হযরত শাহের কথা সুরে সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। গানটির মিউজিক ভিডিওতে ঈর্ষা পাপড়ির সঙ্গে অভিনয় করেছেন মোস্তফা কামাল।

নতুন গান প্রসঙ্গে পাপড়ি বলেন, গান আমার নেশা। আমার প্রেম। ‘মনে মনে ভাবি কতো’ গানটিতে আমার একটু বেশিই ভালো লাগা মিশে আছে। কারণ ফোক গানে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। তাছাড়া গানটির কোরিওগ্রাফি ও ভিডিও পরিচালনাও আমিই করেছি। আশা করছি দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে।’

পেশায় পাপড়ি একজন মনোবিজ্ঞানী। লোকজ গানে ভীষণ দুর্বলতা থেকেই গানে নিয়মিত থাকার চেষ্টা করেন। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান করতে চান শ্রোতাদের জন্য।

জানা গেছে, গানটি অভিও-ভিডিও প্রকাশ করেছে সাউন্ডটেক ও ঈর্ষা পাপড়ি ইউটিউব চ্যানেল।