১০ বিভাগের মোট ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৫৮২ জন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এ তথ্য জানায় নির্বাচন কমিশন। আজ মনোনয়নপত্র দাখিলে শেষ দিন ছিল। এই ১০ বিভাগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৩৪০৭ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রংপুর বিভাগে মোট মনোনয়নপত্র দাখিল করেন ২৭৮ জন। এ বিভাগে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩৩৮ জন।
রাজশাহী বিভাগে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৬০ জন। এ বিভাগে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩২৯ জন।
খুলনা বিভাগে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭৬ জন। এ বিভাগে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩৫৮ জন।
বরিশাল বিভাগে মনোনয়নপত্র দাখিল করেছেন ১১৬ জন। এ বিভাগে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২১২ জন।
ফরিদপুর বিভাগে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৪২ জন। এ বিভাগে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৬৫ জন।
ঢাকা বিভাগে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৪৪ জন। এ বিভাগে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৬৩৮ জন।
ময়মনসিংহ বিভাগে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩১১ জন। এ বিভাগে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৪০২ জন।
সিলেট বিভাগে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৪৬ জন। এ বিভাগে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৭৬ জন।
কুমিল্লা বিভাগে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৬৫ জন। এ বিভাগে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৪১৬ জন।
চট্টগ্রাম বিভাগে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৯৪ জন। এ বিভাগে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২৯৩ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


